Message of Principal

Text size A A A
Color C C C C

principalশিক্ষার প্রকৃত উদ্দেশ্য, শিক্ষার্থী সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে যোগ্য ও আর্দশ নাগরিক তৈরি করা। এই সুমহান লক্ষ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্বনামধন্য অধ্যাপক, শিক্ষাবিদ এবং স্থানীয় কিছু উৎসাহী ব্যক্তির উদ্যোগে ১৯৯৬ সালে প্রতষ্ঠিত হয় “সাভার মডলে কলজ” এর। সুযোগ্য গভর্নিং বডির সুদক্ষ পরচিালনায় প্রতষ্ঠিানটি  কয়কে বছরের মধ্যেই তার অবিস্মরণীয় অগ্রগতি  ও গৌরবোজ্জ্বল অবস্থান সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয় এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০২ সালে ঢাকা  জেলার  শ্রেষ্ঠ এবং ২০১৬ ও ২০১৭ সালে সাভার উপজেলার শ্রেষ্ঠ কলেজ হওয়ার গৌরব র্অজন করে। এটি ধূমপানমুক্ত ব্যাতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা শহররে অদূরে ঢাকা-আরচিা মহাসড়ক সংলগ্ন সাভার বাজার বাসষ্ট্যান্ডের র্পূব দিকে শাহীবাগ এলাকায় নিজস্ব ভবনে এক মনোরম পরিবেশে কলেজটির অবস্থান।

কলেজের লক্ষ্য তাত্ত্বিক শিক্ষাকে বাস্তবতার সাথে সমন্বয় করে পাঠদানরে মাধ্যমে শিক্ষার্থীদেরকে যোগ্য করে গড়ে তোলা। এ লক্ষ্যে বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করে সে অনুযায়ী সিমেস্টার পদ্ধতিতে শিক্ষা র্কাযক্রম পরিচালিত হয়। এখানে রয়ছেে শিক্ষার্থীদের গ্র‍ুপ ভিত্তিক তত্ত্বাবধানের ব্যবস্থা। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের লেখা-পড়ার মানোন্নয়ন নিশ্চিত করা হয়। পাশাপাশি রয়ছেে সহ-পাঠ্যক্রমিক র্কাযক্রম। কলজেরে সুযোগ্য শিক্ষকমন্ডলীর সমন্বয়ে পাঠ্যক্রম পরচিালনায় র্কতৃপক্ষ অত্যন্ত যত্নবান।

সাভার মডলে কলজে থেকে পাশকৃত শিক্ষার্থীরা পাবলিক ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বি সি  এস (প্রশাসন), বি সি  এস (পুলিশ), বি সি  এস (শিক্ষা), বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহনিীর র্কমর্কতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এডভোকেট সহ বভিন্নি পেশায় যোগদান করে দেশ গঠনে সফলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। আমাদের প্রত্যাশা  ছাত্র-শিক্ষক, অভিভাবক-অভিভাবিকা, সরকারী শিক্ষা-প্রশাসন, স্থানীয় জন-প্রতিনিধি এবং সাভার মডেল কলেজের শুভাকাংখী সহ সকলের আন্তরিক সহযোগিতায় আলোকিত সমাজ বিনির্মাণে সাভার মডেল কলেজের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

মহান আল্লাহ আমাদের সহায় হোন, আমিন। 

অধ্যক্ষ
সাভার মডেল কলেজ
৩০/২৩, শাহীবাগ, সাভার, ঢাকা।